Skip to main content

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শরীয়াহ সম্মত কিনা

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও ইসলামি শরীয়াহ

ইসলামী দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কতটা গ্রহণযোগ্য?

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কী?

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বলতে বোঝানো হয়, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানিয়ে দাফনের সময় কিছু আনুষ্ঠানিকতা পালন করা। যেমন:

  • গার্ড অব অনার (Guard of Honour)
  • জাতীয় পতাকা দিয়ে কফিন ঢাকা
  • রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিদের উপস্থিতি
  • সামরিক স্যালুট বা গান স্যালুট
  • রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইসলামী শরীয়াহ অনুযায়ী বিশ্লেষণ

✅ শরীয়াহর পরিপন্থী নয় এমন দিক

  • সম্মানজনক কবরস্থানে দাফন: বিশিষ্ট ও সৎ ব্যক্তিকে সম্মানজনক স্থানে দাফন করা জায়েয।
  • রাষ্ট্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি: রাষ্ট্রপ্রধান বা নেতাদের জানাজায় অংশ গ্রহণ শরীয়াহ সম্মত।
  • জাতীয় পতাকা কফিনে: বিতর্কিত হলেও কেউ কেউ বলেন, শ্রদ্ধা প্রকাশের উদ্দেশ্যে হলে তা হারাম নয়।

❌ শরীয়াহ-বিরোধী দিক

  • গান স্যালুট: মৃত্যুতে গুলি ছোড়া শরীয়াহ মতে বিদআত ও অনুচিত।
  • সামরিক স্যালুট বা গার্ড অব অনার: ইসলামি দাফনের সরলতা নষ্ট করে।
  • অতিরিক্ত রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা: ইসলামি দাফন নিয়মের বাইরে যাওয়া যায় না।

কোন কোন মুসলিম রাষ্ট্রে শরীয়াহ অনুযায়ী রাষ্ট্রীয় দাফন হয়?

✅ শরীয়াহসম্মত দাফন পালন করে এমন রাষ্ট্র

  • সৌদি আরব: সরল ইসলামি নিয়মে দাফন, কোনো সামরিক কায়দা নেই।
  • আফগানিস্তান (তালিবান শাসিত): শরীয়াহভিত্তিক সরল দাফন প্রক্রিয়া।
  • ইরান: শিয়া শরীয়াহ অনুসারে দাফন। সুন্নিদের জন্য কিছু দিক বিতর্কিত।

❌ আধুনিক রাষ্ট্রীয় প্রথা যুক্ত যেখানে শরীয়াহ লঙ্ঘিত হয়

  • বাংলাদেশ, পাকিস্তান, ভারত: গান স্যালুট, সামরিক স্যালাম, পতাকা জড়ানো দেখা যায়।
  • মিশর, জর্ডান, মরক্কো, তুরস্ক: আধা-আধুনিক রীতির সংমিশ্রণ, শরীয়াহ পুরোপুরি মানা হয় না।

📊 তুলনামূলক চিত্র:

দেশ শরীয়াহসম্মত দাফন মন্তব্য
সৌদি আরব সরল জানাজা, কোনো গার্ড অব অনার নয়
আফগানিস্তান (তালিবান) রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকলেও শরীয়াহ মানা হয়
ইরান ✅ (শিয়া মতে) সুন্নিদের মতে কিছু বিতর্কিত
বাংলাদেশ, পাকিস্তান গান স্যালুট, পতাকা জড়ানো ইত্যাদি
মিশর, তুরস্ক, মরক্কো আধুনিকতা ও ধর্মীয় রীতির মিশ্রণ
ইন্দোনেশিয়া রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শরীয়াহর চেয়ে প্রাধান্য পায়
মালয়েশিয়া ⚠️ আংশিক ইসলামি দাফন হয়, তবে আধুনিকতার প্রভাব আছে
সুদান শরীয়াহ মানা হয়, তবে রাজনৈতিক ভিন্নতা থাকে
আরব আমিরাত সামরিক সম্মান ও আধুনিকতা বেশি

বিশ্বের বেশিরভাগ মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চলমান থাকলেও তা সর্বাংশে শরীয়াহসম্মত নয়। সৌদি আরব ও তালিবান-শাসিত আফগানিস্তান ব্যতিক্রম, যেখানে সরল ইসলামি রীতি মেনে দাফন সম্পন্ন হয়। ইসলামি শরীয়াহ অনুযায়ী, দাফনের আনুষ্ঠানিকতা যত সরল এবং সুন্নাহসম্মত হবে, ততই তা আল্লাহর সন্তুষ্টির উপযুক্ত হবে।

Comments

Popular posts from this blog

SSC Board Question 2020 | ২০২০ সালের এসএসসি বোর্ড প্রশ্ন

আগামী ৩ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কমেছে সাড়ে ৮৭ হাজার। চলতি বছর ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষার্থী এসএসসি, ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী দাখিল এবং ১ লাখ ৩১ হাজার ২৮৫জন শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষা ও প্রযুক্তি সাইটে উক্ত পরীক্ষার সকল প্রশ্ন ধাপে ধাপে প্রকাশ করা হবে যাতে করে পরবর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো অনুশীলন ও পর্যালোচনার মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে আরো বেগবান করতে পারে। বাকী প্রশ্নগুলো পরীক্ষা শেষ হওয়া মাত্রই আপলোড করা হবে। বোর্ডকর্তৃক যথাযথ কর্তৃপক্ষ এবং পরীক্ষার্থীদের জন্য কিছু বিশেষ নির্দেশনা রয়েছে। নির্দেশনাসমূহ নিম্নরূপ- পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের তাদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/ রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষ...

JSC Board Question | বিভিন্ন বছরের জেএসসি পরীক্ষার বোর্ড প্রশ্ন উত্তরসহ

জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষাটি ২০১০ সালে শুরু হয়। ৮ম শ্রেণিতে অনুষ্ঠিত হওয়া এই বোর্ড পরীক্ষাটি শিক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা, এই পরীক্ষায় কৃতকার্য হওয়ার মধ্য দিয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হয়। জেএসসি পরীক্ষায় কৃতকার্য না হলে কোন শিক্ষার্থী পরবর্তী শ্রেণি অর্থাৎ ৯ম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। ফলে শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে পড়বে। কাজেই একজন শিক্ষার্থীর মাধ্যমিক পাশের জন্য এই ধাপটিতে উত্তীর্ণ হওয়া অত্যন্ত জরুরী। পরীক্ষায় আশানুরূপ ফলাফল করার জন্য নিয়মিত প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে প্রচলিত সিলেবাস অনুযায়ী বিভিন্ন বছরের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নসমূহের বিশ্লেষণ দ্বারা একটি নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করলে প্রস্তুতিটি স্বার্থক হয়। আর এই বিষয়টিকে আমলে নিয়ে edutechinfobd ধারাবাহিকভাবে প্রতি বছরের পরীক্ষার প্রশ্নসমূহ অনলাইনে সংরক্ষণ করার কাজ শুরু করেছে। এটিকে জেএসসি পরীক্ষার বিগত বছরগুলির প্রশ্ন ব্যাংক কিংবা আর্কাইভ হিসেবে তৈরি করা হবে। অন্যদিকে, শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষদেরও অনেক সময় বিগতবছরের প্রশ্নের তথ্য উ...

SSC Board Questions | এসএসসি সকল বোর্ড প্রশ্ন ২০১৯

বিগত ০২ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর ২১ লাখেরও বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী সংখ্যা হলো ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন।  শিক্ষা ও প্রযুক্তি সাইটে উক্ত পরীক্ষার সকল প্রশ্ন ধাপে ধাপে প্রকাশ করা হবে যাতে করে আগামী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো অনুশীলন ও পর্যালোচনার মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে আরো বেগবান করতে পারে। ২০২০ সালের প্রশ্নগুলো পেতে নিম্নে প্রদত্ত লিংকে ভিজিট করুন। https://edutechinfobd.blogspot.com যথারীতি গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে সব শিক্ষার্থীর মাঝে ইংরেজি ও গণিত পরীক্ষা নিয়ে একটা আলাদা টেনশন লক্ষ করা যায়। এ বছর এসএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ৪নং সেটের প্রশ্নপত্রটি নির্বাচিত হয়। তিন ঘন্টার এই পরীক্ষায় পুরোটায় লিখিত। অর্থাৎ ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে এবং অন্যান্য বিষয়ের মতো এই পরীক্ষায় কোন নৈর্ব্যক্তিক থাকে না। পরীক্ষায় যে সকল প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে এসেছে সেগুলো হলো- প্রথম সিন প্যাসেজটি এসেছে বোর...

© EdutechinfoBD 2017-