ব্যক্তি করদাতাগণের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ (৪) এর ক্ষমতাবলে ২০২৫-২০২৬ করবর্ষে সকল ব্যক্তি শ্রেণীর করদাতার (Individual Taxpayers) জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
বাধ্যতামূলক রিটার্ন দাখিল থেকে যাঁরা অব্যাহতি পাবেন:
- ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা
- সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা
- বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা
- মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি
উল্লেখিত শ্রেণির করদাতাগণ ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন অথবা পেপার রিটার্ন দাখিলের সুযোগ গ্রহণ করতে পারবেন।
রিটার্ন দাখিলের সময়সূচী ও মাধ্যম:
আগামী ৪ আগস্ট ২০২৫ থেকে করদাতাগণ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
করদাতাগণ নিচের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন:
- ব্যাংক ট্রান্সফার
- ডেবিট / ক্রেডিট কার্ড
- বিকাশ, রকেট, নগদ
- অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ
ব্যতিক্রমী অবস্থায় পেপার রিটার্ন দাখিল:
যেসব ব্যক্তি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনে সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে অক্ষম, তারা ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিক কারণসহ আবেদন করতে পারবেন।
যথাযথ অনুমোদনের পর, তারা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
গুরুত্বপূর্ণ: গত বছর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হলে প্রায় ১৭ লক্ষ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন।
করদাতাগণের সুবিধার্থে, জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টার ও ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সহায়তা প্রদান করা হবে।
PDF ফাইল ডাউনলোড করুন:
Views: loading...

Comments
Post a Comment
__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__