Skip to main content

Walton DigiTech Industries Ltd কর্তৃক প্রদানকৃত ল্যাপটপসমূহের BIOS আপডেট

শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৫০০০টি আইসিটিডি ডিজিটাল ল্যাবে Walton DigiTech Industries Ltd কর্তৃক প্রদানকৃত ল্যাপটপসমূহের BIOS এর লোগো অপসারণ ও আপডেটকরণ প্রসঙ্গে।
বাংলাদেশ সরকারের “শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)” দেশের শিক্ষা খাতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের (আইসিটি ডিভিশন) বাস্তবায়নে এবং Walton DigiTech Industries Ltd-এর সরবরাহকৃত আধুনিক ল্যাপটপ দিয়ে সারাদেশে ৫০০০টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটিভিত্তিক ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। সম্প্রতি ৩১ আগস্ট, ২০২৫ তারিখে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, এসব ল্যাপটপে বিদ্যমান BIOS লোগো অপসারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
BIOS লোগো কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
ল্যাপটপ চালু হওয়ার সাথে সাথেই যে প্রাথমিক সফটওয়্যার কাজ শুরু করে, সেটিই হলো BIOS (Basic Input/Output System)। সাধারণত ল্যাপটপ নির্মাতারা BIOS-এ নিজেদের ব্র্যান্ড লোগো সংযুক্ত রাখে। তবে সরকারিভাবে কেনা কিংবা প্রকল্পের অধীনে সরবরাহকৃত ডিভাইসগুলোর ক্ষেত্রে এই লোগো অপসারণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কয়েকটি কারণে: ♦️ সরকারি মালিকানা ও স্বীকৃতি প্রদর্শন – প্রকল্পের ল্যাপটপগুলো যেহেতু সরকারি অর্থায়নে সংগ্রহ করা, তাই সেগুলোতে নির্দিষ্ট বেসরকারি কোম্পানির লোগো প্রদর্শিত হওয়া অনেক সময় অনুপযুক্ত মনে হতে পারে। ♦️ একক মানদণ্ড বজায় রাখা – সারাদেশে একরূপ অভিজ্ঞতা নিশ্চিত করতে BIOS থেকে ব্র্যান্ড লোগো বাদ দিয়ে নিরপেক্ষ স্ক্রিন প্রদর্শন করা হলে শিক্ষার্থীরা কোনো বিভ্রান্তিতে পড়বে না। ♦️ দীর্ঘমেয়াদি কার্যকারিতা – BIOS কাস্টমাইজেশন কম থাকলে ডিভাইসগুলো আপডেট, মেইনটেন্যান্স এবং রিপেয়ার প্রক্রিয়া সহজ হয়।
কেন এখন এই পদক্ষেপ?
৫০০০টির মতো বিপুল সংখ্যক ল্যাপটপ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। এগুলো শুধুমাত্র হার্ডওয়্যার নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের ডিজিটাল সাক্ষরতা অর্জনের মূল হাতিয়ার। তাই যেকোনো ব্র্যান্ডের প্রভাবমুক্ত, নিরপেক্ষ এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের উপযোগী অবস্থায় রাখা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে।
BIOS লোগো অপসারণের মাধ্যমে:
✔️ প্রকল্পভিত্তিক সরকারি ব্র্যান্ডিং স্পষ্ট হবে।
✔️ ব্যবহারকারীরা (শিক্ষার্থী ও শিক্ষক) নিরপেক্ষ ও মানসম্মত অভিজ্ঞতা পাবেন।
✔️ ল্যাপটপের প্রশাসনিক ব্যবস্থাপনা আরও সহজ হবে।
সামনে কী করা হবে?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নির্দেশনার পর এখন Walton DigiTech Industries Ltd কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রযুক্তিগতভাবে BIOS লোগো অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এটি এককালীন কাজ হলেও ভবিষ্যতে সরকারিভাবে সরবরাহকৃত যেকোনো ডিভাইসে ব্র্যান্ড নিরপেক্ষতা বজায় রাখার নজির তৈরি করবে।
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে অগ্রযাত্রায় শিক্ষা খাতের ডিজিটাল রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষিতে, সরকারি প্রকল্পভিত্তিক ল্যাপটপে BIOS লোগো অপসারণের পদক্ষেপ কেবল একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়; বরং এটি একটি নীতিগত সিদ্ধান্ত, যা শিক্ষা ব্যবস্থায় সমতা, স্বচ্ছতা এবং মান বজায় রাখতে সহায়ক হবে।
BIOS লোগো অপসারণের নিয়মাবলী ও সতর্কতা:
✔️ ফোল্ডারের ভিতর ম্যানুয়ালটি ভালো করে পড়ুন।
✔️ ল্যাপটপে বিদ্যুৎ সংযোগসহ চার্জার প্লাগটি সর্বক্ষণ যুক্ত রাখুন আপডেট না হওয়া পর্যন্ত।
✔️ কোনভাবেই না বুঝে বায়োস আপডেট সংক্রান্ত কাজটি করবেন না। এতে ল্যাপটপটি স্থায়ীভাবে অকার্যকর হয়ে যেতে পারে ।

🔔 আপডেট BIOS ডাউনলোড করুন




Views: loading...

Comments

Popular posts from this blog

JSC Board Question | বিভিন্ন বছরের জেএসসি পরীক্ষার বোর্ড প্রশ্ন উত্তরসহ

জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষাটি ২০১০ সালে শুরু হয়। ৮ম শ্রেণিতে অনুষ্ঠিত হওয়া এই বোর্ড পরীক্ষাটি শিক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা, এই পরীক্ষায় কৃতকার্য হওয়ার মধ্য দিয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হয়। জেএসসি পরীক্ষায় কৃতকার্য না হলে কোন শিক্ষার্থী পরবর্তী শ্রেণি অর্থাৎ ৯ম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। ফলে শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে পড়বে। কাজেই একজন শিক্ষার্থীর মাধ্যমিক পাশের জন্য এই ধাপটিতে উত্তীর্ণ হওয়া অত্যন্ত জরুরী। পরীক্ষায় আশানুরূপ ফলাফল করার জন্য নিয়মিত প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে প্রচলিত সিলেবাস অনুযায়ী বিভিন্ন বছরের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নসমূহের বিশ্লেষণ দ্বারা একটি নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করলে প্রস্তুতিটি স্বার্থক হয়। আর এই বিষয়টিকে আমলে নিয়ে edutechinfobd ধারাবাহিকভাবে প্রতি বছরের পরীক্ষার প্রশ্নসমূহ অনলাইনে সংরক্ষণ করার কাজ শুরু করেছে। এটিকে জেএসসি পরীক্ষার বিগত বছরগুলির প্রশ্ন ব্যাংক কিংবা আর্কাইভ হিসেবে তৈরি করা হবে। অন্যদিকে, শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষদেরও অনেক সময় বিগতবছরের প্রশ্নের তথ্য উ...

SSC Board Question 2020 | ২০২০ সালের এসএসসি বোর্ড প্রশ্ন

আগামী ৩ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কমেছে সাড়ে ৮৭ হাজার। চলতি বছর ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষার্থী এসএসসি, ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী দাখিল এবং ১ লাখ ৩১ হাজার ২৮৫জন শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষা ও প্রযুক্তি সাইটে উক্ত পরীক্ষার সকল প্রশ্ন ধাপে ধাপে প্রকাশ করা হবে যাতে করে পরবর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো অনুশীলন ও পর্যালোচনার মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে আরো বেগবান করতে পারে। বাকী প্রশ্নগুলো পরীক্ষা শেষ হওয়া মাত্রই আপলোড করা হবে। বোর্ডকর্তৃক যথাযথ কর্তৃপক্ষ এবং পরীক্ষার্থীদের জন্য কিছু বিশেষ নির্দেশনা রয়েছে। নির্দেশনাসমূহ নিম্নরূপ- পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের তাদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/ রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষ...

SSC Board Questions | এসএসসি সকল বোর্ড প্রশ্ন ২০১৯

বিগত ০২ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর ২১ লাখেরও বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী সংখ্যা হলো ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন।  শিক্ষা ও প্রযুক্তি সাইটে উক্ত পরীক্ষার সকল প্রশ্ন ধাপে ধাপে প্রকাশ করা হবে যাতে করে আগামী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো অনুশীলন ও পর্যালোচনার মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে আরো বেগবান করতে পারে। ২০২০ সালের প্রশ্নগুলো পেতে নিম্নে প্রদত্ত লিংকে ভিজিট করুন। https://edutechinfobd.blogspot.com যথারীতি গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে সব শিক্ষার্থীর মাঝে ইংরেজি ও গণিত পরীক্ষা নিয়ে একটা আলাদা টেনশন লক্ষ করা যায়। এ বছর এসএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ৪নং সেটের প্রশ্নপত্রটি নির্বাচিত হয়। তিন ঘন্টার এই পরীক্ষায় পুরোটায় লিখিত। অর্থাৎ ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে এবং অন্যান্য বিষয়ের মতো এই পরীক্ষায় কোন নৈর্ব্যক্তিক থাকে না। পরীক্ষায় যে সকল প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে এসেছে সেগুলো হলো- প্রথম সিন প্যাসেজটি এসেছে বোর...

© EdutechinfoBD 2017-