📢দেখ না রে মন দিব্য নজরে (( লালন শাহ্ ))
🔔🔔🔔
দেখ না রে মন দিব্য নজরে
চারিচাঁদে ঝলক দিচ্ছে মনিকোঠার ঘরে ।
হলে চাঁদের সাধন,
অধর চাঁদ পাই দরশন
চাঁদেতে চাঁদের আসন,
রেখেছে ঘিরে।।
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া,
চাঁদে দেয় চাঁদে খেওয়া
জমিনেতে ফলছে মেওয়া,
চাঁদের সুধা ঝরে।।
নয়নচাঁদ প্রসন্ন যার,
সকল চাঁদ হয় গো নেহার
লালন বলে বিপদ আমার,
গুরু চাঁদ ভুলে রে ।।
♦️♦️♦️
Views: loading...

Comments
Post a Comment
__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__