খোদার কাছে আছি আমি বড় দেনাদার ((লালন শাহ))
🎤🎧
খোদার কাছে আছি আমি বড় দেনাদার।
ও তাই আঁখিতে ঘুম নাই আমার ।।
রোজ-ব-রোজ দেনা আমার যাচ্ছে বাড়িয়া
কিছু না পাই ভাবিয়া,
আমার তহবিলে নাই কানাকড়ি
দেনা শোধ হলো না আর ।।
দুনিয়াতে এমনি ধনী বল কেবা আছে,
আমি যাব কার কাছে,
তার কদম ধরে আরজ করে
দুঃখ জানাবো আমার ।।
মোল্লা-মুরশিদ আছে জেনেছি আখের,
কার রোজগারের ফেকের।
ফেরেব ধাপ্পা দিয়ে টাকা নিবে
করে নাকো উপকার ।।
শায়ের কহে মুসলিম ভাইরে তোমার যে দেনা
কেউ তা শুধাতে পারবে না।
ছেরে পৈত্রিক ধন আছে যাহার কাছে আছে
গেলে জমিন হবে তাহার ।।
মুহম্মদ নবী নামটি জাহের কেতাবে
ধরলে তিনার জনারে।
তিনি মেহের করে আপন পরে
লালন কয় নিবে তোমার দেনা ভার ।।
♦️♦️♦️
Views: loading...
.webp)
Comments
Post a Comment
__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__