কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না ((লালন শাহ্))
✨♦️✨
কি করি কোন পথে যাই
মনে কিছু ঠিক পড়ে না।
দোটানাতে ভাবছি বসে,
ঐ ভাবনা ।।
কেউ বলে মক্কা যেয়ে,
হজ্জ করিলে যাবে গোনা,
কেউ বলে ভাই মানুষ ভজে মানুষ হও না ।।
কেউ বলে পড়লে কালাম,
গায় সে আরাম ভেস্তখানা
কেউ বলে ভাই,
ও সুখে ঠাঁই কায়েম রয় না ।।
কেউ বলে মুরশিদের ঠাঁই,
খুঁজিলে পাই মূল ঠিকানা
না বুঝিয়ে লালন ভেবে হয় দোটানা ॥
🪄🎙️🪄
Views: loading...
.webp)
Comments
Post a Comment
__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__