📢 না জানি কেমন রূপ সে রূপের গৌরবে ((লালন শাহ্))
♦️♦️♦️
না জানি কেমন রূপ সে রূপের গৌরবে
যার ত্রিভুবন মোহিত করেছে।।
দেখিতে রূপ হয় বাসনা,
কি সে হয় তার উপসনা,
কোথায় বাড়ি কোথায় ঠিকানা,
আমি খুঁজে পাইনে কোন দিশে ।।
আকার কি সাকার ভাবিব,
নিরাকার কি জ্যোতি রূপ
একথা কারে সুধাব,
দুনিয়া সৃষ্টি করলেন কোথা বসে ।।
রূপের দেশে গোল যদি রয়,
কি বলিতে কি বলা যায়
গোলে হরি বললে কি হয়,
লালন ভেবে না পায় দিশে ।।
💕💕💕
Views: loading...
.webp)
Comments
Post a Comment
__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__