📢 সুভাব দাও আমার মনে (( লালন শাহ্ ))
❤️💕
সুভাব দাও আমার মনে
তোমার চরণ যেন ভুলিনে।।
তুমি নিদয় যার প্রতি,
তার সদায় ঘটে কুমতি,
তুমি মনোরথের সারথী,
যথা লও যাই সেইখানে ।।
তুমি মন্ত্রের মন্তরী,
তুমি তন্ত্রের তন্তরী
না বাজাও বাজবে কেনে।।
জন্ম অন্ধ মোর নয়ন,
তুমি বৈদ সচেতন্
বিনয় করে কয় লালন,
জ্ঞান অঞ্জন দাও মোর নয়নে।।
♦️🎵♦️
Views: loading...
.webp)
Comments
Post a Comment
__আপনার মতামত নিচে লিখুন। ধন্যবাদ।__