HP Laser 1008a প্রিন্টারটি Linux Mint-এ ইনস্টল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। এই প্রিন্টারটি সাধারণভাবে HP-এর HPLIP (HP Linux Imaging and Printing) সফটওয়্যারের মাধ্যমে সাপোর্ট নাও করতে পারে, কারণ এটি অনেক সময় GDI-based প্রিন্টার হিসেবে কাজ করে, যার জন্য আলাদা ড্রাইভার প্রয়োজন হয়। এখানে সম্ভাব্য কার্যকর ইনস্টলেশন পদ্ধতি দেওয়া হলো: ধাপসমূহ নিচে বর্ণিত হলো প্রথমে এই লিংকে প্রবেশ করে Software & Drivers বাটনে ক্লিক করে প্রিন্টারের মডেল অনুযায়ী ড্রাইভার ডাউনলোড করে নিন। এক্ষেত্রে অটোমেটিক আপনার অপারেটিং সিস্টেম ডিটেক্ট হয়ে যাবে। অন্যথায়, ম্যানুয়ালি অপারেটিং সিস্টেম সিলেক্ট করে ড্রাইভারটি ডাউনলোড করুন। এরপর ড্রাইভারটি এক্সট্র্যাক্ট করে এক্সট্র্যাক্ট কৃত ফোল্ডারে প্রবেশ করুন মাউসের রাইট বাটনে ক্লিক করে টার্মিনাল ওপেন করুন। এরপর নিচের কমান্ড টাইপ করুন এন্টার বাটনে প্রেস করুন। sudo ./install.sh অথবা, sudo ./install-printer.sh টার্মিনালে প্রদর্শিত ধাপগুলো অনুসরণ করে ইন্সটল শেষ করুন। এরপর নিচের কমান্ডটি টার্মিনালে টাইপ করে ইন্টার বাটন প্রেস করুন। sudo system-config-printer ...
এ সংক্রান্ত পরিপত্রে যা বলা হয়েছে- প্রজ্ঞাপন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগে সুপারিশের ক্ষেত্রে মহিলা কোটার বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হলো- (ক) বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে মহিলা কোটা থাকবে না; (খ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এম.পি.ও. নীতিমালা-২০২১ এর পরিশিষ্ট-ঘ এর (ক)-এ বিদ্যালয় অংশের ক্রমিক ২৪-এ 'সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)' পদের বিষয়ে এবং (খ)-এ কলেজ অংশের ক্রমিক ১৫-এ "শরীর চর্চা শিক্ষক" পদে নিয়োগের নিমিত্ত শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) ও শর্ত অপরিবর্তিত থাকবে।