রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও ইসলামি শরীয়াহ ইসলামী দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কতটা গ্রহণযোগ্য? রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কী? রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বলতে বোঝানো হয়, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানিয়ে দাফনের সময় কিছু আনুষ্ঠানিকতা পালন করা। যেমন: গার্ড অব অনার (Guard of Honour) জাতীয় পতাকা দিয়ে কফিন ঢাকা রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিদের উপস্থিতি সামরিক স্যালুট বা গান স্যালুট রাষ্ট্রীয় শোক ঘোষণা ইসলামী শরীয়াহ অনুযায়ী বিশ্লেষণ ✅ শরীয়াহর পরিপন্থী নয় এমন দিক সম্মানজনক কবরস্থানে দাফন: বিশিষ্ট ও সৎ ব্যক্তিকে সম্মানজনক স্থানে দাফন করা জায়েয। রাষ্ট্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি: রাষ্ট্রপ্রধান বা নেতাদের জানাজায় অংশ গ্রহণ শরীয়াহ সম্মত। জাতীয় পতাকা কফিনে: বিতর্কিত হলেও কেউ কেউ বলেন, শ্রদ্ধা প্রকাশের উদ্দেশ্যে হলে তা হারাম নয়। ❌ শরীয়াহ-বিরোধী দিক গান স্যালুট:...
School Fees Collection App Using Only EXCEL | শুধুমাত্র একটি এক্সেল ফাইল ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন আদায়ের পদ্ধতি
একটি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন আদায় এবং হিসাব নিকাশ স্বচ্ছভাবে মেইন্টেন করা একটি জটিল এবং কঠিন কাজ। সেক্ষেত্রে কাজটি যদি হয় ম্যানুয়ালি তবে তা আরো বেশি জটিল এবং কষ্টসাধ্য একটি বিষয়। প্রযুক্তির এই যুগে প্রযুক্তি ব্যবহার না করাটাও এক ধরনের দুর্ভোগের বিষয়। কিন্তু আমরা এখনো প্রযুক্তি ব্যবহারে পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। ফলে ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করে এখনো আমাদের অনেক ধরনের হিসাব নিকাশ এবং এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে হয়। সেক্ষেত্রে জটিল সব নিকাশের সফটওয়্যার বাদ দিয়ে যদি মাত্র একটি এক্সেল ফাইলে হিসাব নিকাশ করা যায় তবে তা হয়ে ওঠে অনেক সহজ এবং নির্ভরযোগ্য একটি ব্যবস্থাপনা। তাই শুধুমাত্র একটি এক্সেল ফাইল ব্যবহার করে শিক্ষার্থীদের বেতন কালেকশনের এই এক্সেল ফাইলটি বা ফিস কালেকশন ব্যবস্থাপনাটি হতে পারে আপনার প্রতিষ্ঠানের জন্য এক ধরনের উপযুক্ত হাতিয়ার। এক্সেল শিট ভিত্তিক ফিস আদায়ের উপকারিতা ও সুবিধা ১. সহজ ব্যবহারযোগ্যতা (User Friendly): এক্সেল ব্যবহার করা অনেক সহজ। যেকোনো সাধারণ ব্যবহারকারীও সহজেই এতে ডাটা এন্ট্রি, হিসাব-নিকাশ করতে পারে। বিশেষ কোনো সফটওয়্যার বা...